ভালবাসার খোলা মাঠে
গৌতম বসু, গোবরডাঙা, উত্তর ২৪ পরগনা ##
আমার খেয়াল খুশির ভেলায় তোমাকে বসিয়ে
আমি পার হয়ে যাব সাত সমুদ্র তেরো নদী ;
সূর্য থেকে নিংড়ে নেব রস
তোমার জন্য।
আমার ভালোবাসার খোলা মাঠে
তোমাকে বসাবো হাওয়া খাওয়াবো
লেবুর পাতা নিংড়ে আনবো গন্ধ
তোমার জন্য
আমার চৈতন্যের সাগরে তোমাকে ভাসিয়ে দেব
তুমি ডুববে উঠবে হাসবে ভাসবে ভাববে
আমি বাতাস নিংড়ে আনবো ছন্দ
তোমার জন্য
তোমার জন্যে এরকম অনেক কিছুই করতে পারি-
তবুও তুমি প্রস্ফুটিত নও
আমার জন্য।