মনের কথা
কিশলয় গুপ্ত
ফিরে ফিরে আসিস কেন লক্ষ্মীছাড়া
এক্কেবারেই যা চলে যা-যাবি যদি
ফুলের ঘায়ে ভ্রমররা সব দিশাহারা
চোখের জলে জন্ম হল আস্ত নদীর
সব আঁধারের গোড়ার কথা পুরোভাগে
কারন ছাড়া সুর ছেড়েছে রাগরাগিনী
চোখ চেয়ে দ্যাখ চিহ্নগুলি জন্মদাগে
ঘর পেতেছে।দ্যাখ হতভাগিনী
মুঠো করে জ্যোৎস্নাগুলি ছুড়ছে যারা
তাদের দেখা পাবি গেলে তেপান্তরে
আবার কেন ফিরে আসিস লক্ষ্মীছাড়া
অকাল আলোয় চাঁদ ঢুকেছে কাদের ঘরে