মহামিলন

তাপস কুমার মুখোপাধ্যায় ##

ওরেও সবুজ তোরা

কেনরে অবুঝ ওরা,

তোল্ রে তোল্ সবুজ নিশান,

চল্ রে তোরা বাজিয়ে বিষাণ |

**

ওরে ও আস্তে ছোট্,

পাবি যে বড্ড চোট,

তোল্ রে সব ঘুম থেকে

চল্ রে সব নিয়ে ডেকে |

**

ওরেও কেমন মজা

থামলি কেন? বাজা বাজা

তোল্ রে সব্ কে টেনে টুনে,

চলব মোরা পা গুনে |

**

ওরেও অবুঝ যারা

হয়ে যা সবুজ তোরা

তোল্ রে নিশান আকাশ পানে

অবুঝ তোদের কেউ না জানে |

**

ওরে ও সবুজ তোরা

কোলে তোল অবুঝ যারা

তোল্ রে সবাই সব্ কে বুকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =