মাঝ আকাশে দুর্ঘটনা
সুব্রত বিশ্বাস (অ-নিরুদ্ধ সুব্রত), বনগাঁ, উত্তর ২৪ পরগণা ##
অজানা অচেনা একটা রেনফরেস্টে ভেঙে পড়লাম,
যেখানে স্যাঁতসেঁতে মাটিতে গুঁতো খাওয়া নাক আর
শিকড় জঙ্গলে আকীর্ণ অন্ধকারে ধ্বস্ত বাকি শরীর–
এতদিন যে একটা ইমার্জেন্সি প্যারাসুটে উড়ছিলাম
সফর চলছিল সরাসরি মৃত্যুর সীমান্ত বরাবর, দূরে
আর ঝুলে থাকা দড়ির উপর সন্দেহাতীত বিশ্বাসে,
মানুষের খানিকটা বিজ্ঞান আর সবটা ভূগোল দরকার,
রেনফরেস্টের ধূসর জোঁক অথবা সবুজ সাপ,রূঢ় গাছ
হিলহিলে ঘন কালো লতা আর নিষিদ্ধ ফলের স্বাদী শাস
এসবের মধ্যে অকস্মাত্ পতনের পর, ফের শ্বাস নেবার-
নাক দিয়ে গড়ানো রক্তে ভয়ের চেয়ে বোধ করছে কাজ
যেন বিকট সরীসৃপ,নড়ছে শরীর,পোহাচ্ছে দুর্ঘটনার আঁচ ।
_______________________________