মা’র আভাস
গৌতম নায়েক ##
শিশির স্নাত শারদ প্রাতে
আগমনী সুর শুনি,
শিউলি ছড়ানো সিক্ত পথে
মায়ের পদধ্বনি।
হাসছে আকাশ, হাসছে বাতাস
নৃত্য করে কাশ,
দিঘির জলে প্রেমালাপে মাতে
চঞ্চল রাজ হাঁস।
শ্বেত শতদলে গুঞ্জন তোলে
ভ্রমর ও মৌমাছি,
রঙ ঢেলে দিয়ে ফুলে ফুলে ওড়ে
প্রজাপতি নাচি নাচি।
মেঘের চাঁদোয়া উড়িয়ে দেয়
নীল অম্বর তল,
সকাল সাঁঝে দিগন্ত ঢাকে
কুয়াশার কজ্জল।
বিষন্ন বিধুর বরষা বিদায়
শুভ্র চপলা ছন্দে,
রৌদ্র ছায়া লুকোচুরি খেলে
নির্মল আনন্দে।
স্নিগ্ধ রূপ মাধুরী লয়ে
শুভ্র মেঘের ভেলা,
জ্যোৎস্না ভেজা নীলাকাশে
কল্প পরীর মেলা।
সোনা রবি ভাসিয়ে নেয়
সবুজ ধান্য ক্ষেত্র,
বাংলার ঘরে সাজ সাজ রব
মা’র আভাস সর্বত্র।