মায়াবী কৃষক
তৈমুর খান, বীরভূম
মরুভূমির একটি নশ্বর গাছের নিচে
দাঁড়িয়ে
শেষ সন্নিধানটুকু খুঁজে পেতে চাই
হাহা বিষাদ এসে ঠোকর দেয়
মৃত্যুর সঙ্গমে
কাঁপে চরাচর
কিছু কি পরশমণি থাকে ?
যার স্বরলিপি থেকে
সংকেত পেতে থাকি
উর্বর মানবজমিন রামপ্রসাদী
লতায়
ছেয়ে ফেলে পত্রপল্লবে
দু একটা শূন্যপাখি ওড়ে
পাতার ফাঁকে ফাঁকে
আর ধারণার নীল অবয়ব
কোথাও কোথাও
মায়াবী কৃষক হয়ে জেগে থাকে
বিভূতিভূষণ….