যোগ রাগ

 শর্মিষ্ঠা বিশ্বাস, মালদা   ##

রিফিউজি কলোনির ওপারে আর কোনো বাড়ি নেই। 

পঞ্চাশ ষাটের গাছগুলোতে বাতাস লেগে স্রোত হচ্ছে বলে কেঁদে  উঠলো মাথার ওপরের হাজার ওয়াটের চাঁদ। 

গঙ্গারাম মাহাত হারমোনিয়াম ও ঢোলের কম্বিনেশনে ফিফটি-ফিফটি জাতিসত্বার গান গাইছে। 

কলাটা মুলোটা – ভরে উঠছে ডুগডুগির খোল। 

এ পাড়ার গরুর গাড়ির পেছনের সেই রূপকার আহমেদ বলেন- বৃষ্টি আসছে। 

ফেলে আসা কিট নাশক, সেই আমব্রেলার মধ্যে বেজেই চলেছে ভি.জি.যোগের আমন – আউশ এর যোগ রাগ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − six =