রাত নাকি আমি?
জয়িতা চট্টোপাধ্যায়, শ্যামনগর, উত্তর ২৪ পরগনা
একটা লক্ষ্যকে অভিষ্ট করেই
এগোতে চেয়েছিল রাত।
পথের ধুলোতে ছুঁয়ে মাথা
নিজেকে খোঁজে বাড়িয়ে দিয়ে হাত।
নির্লজ্জ বাসনা নেই
আছে ভালবেসে সমর্পিত প্রাণ।
রাত নত হয় আলোর কাছে
স্তম্ভিত মুখ নিশ্চুপ নির্মাণ।
রাত জেগে থাকে গভীর দুখে
নোনতা জলের স্রোতে।
বাউল বল কাঙাল বল
ফকির বল সাধক বল
রাত হয়ে প্রেম ওদের শিরায় ছোটে।
অন্ধকার ঘন হয়ে আসে
স্বচ্ছ হয়ে ওঠে গরিমাহীন রাত।
অজস্র গিরিখাতকে ছুঁয়ে
মহারণ্যে লাফিয়ে পড়ে
শূন্য রঙের জলপ্রপাত।
যদি ঈশ্বর বিন্দুকে ছুঁতে চাও
ছুঁয়ে দিও নয় রাতের দুটো হাত।
ভেদাভেদ হীন আসা যাওয়ায়
চিহ্ন রাখে মৃত্যুর রেখাপাত।
রাত খুঁজে পায় আলোর দিশা
তোমার বাড়ির পথে।
তবু রাত থামেনা তোমার ঘরে,
চাঁদের আলো ছড়িয়ে পথে
যায় সে চলে অন্ধকার থেকে গভীর অন্ধকারে।