রোজা শেষে ঈদ
মেশকাতুন নাহার ##
পুব আকাশে চাঁদ উঠেছে
দেখবে তবে চলো।
তিরিশ রোজা পালন শেষে
খুশির ঈদ’ যে এলো।
ঈদগাহেতে যাবে সবে
নতুন পোশাক পরে,
নামাজ পড়ে কোলাকুলি
করবে বুকে ধরে।
ধনী গরিব এক কাতারে
পড়ে মুসলিম নামাজ,
বৈষম্যহীন পরিপাটি
গড়ে একটি সমাজ।
অসহায়ের সঙ্গী হতে
শিক্ষার মাধ্যম রমজান,
যাকাত আদায় করে মুসলিম
পায় শুদ্ধতার সম্মান।
ক্ষুধার কষ্ট কী প্রকারের
সবার সেটা জানা,
ঈদের দিনে দুখীর জন্য
দাও না মজার খানা।
মিলেমিশে একই সাথে
হাসি-খুশি থাকি,
কারো মনে দুঃখ না দেই
প্রীতির মালায় ঢাকি।
ঈদুল ফিতর ভুলিয়ে দেয়
সকল প্রকার দ্বন্দ্ব,
কৃষক,মজুর,মালিক শ্রমিক,
হয় যে ঐক্যবদ্ধ।