সঙ্গীত সপর্যার রবী প্রণাম
২৫ শে বৈশাখ মানেই রবীন্দ্র প্রণাম। গুরুদেব স্মরণে ব্রতী হয়েছিল গোবরডাঙ্গার সঙ্গীত সপর্যাও। নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজেদের রাবীন্দ্রিক চেতনার প্রকাশ ঘটান সংস্থার শিক্ষক এবং শিক্ষার্থীরা। গান, আবৃত্তি, নৃত্য সবই ছিল স্বভাব সুন্দর এবং মনোগ্রাহী। সঙ্গীত সপর্যার কর্ণধার সৌমী মুখোপাধ্যায় জানান, বিখ্যাত শিল্পীদের ক্যাসেট বাজিয়ে নৃত্য বা অনুষ্ঠান তাদের না পসন্দ, তাই শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের গান এবং তার সঙ্গে নৃত্য পরিবেশন করেছে। যা তাদের শিক্ষাকে আরও পরিণত করেছে, পাশাপাশি আত্মবিশ্বাসী করেছে কচি কাঁচাদেরকেও।
গোবরডাঙ্গা মিলন সঙ্ঘ ক্লাব প্রাঙ্গণে গোটা অনুষ্ঠানটি হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তণ পুরপ্রধান অতুল চন্দ্র দাস, উপস্থিত ছিলেন বর্তমান পুর প্রতিনিধি শঙ্কর দত্ত সহ বিশিষ্টজনেরা। প্রবল গরম থাকা স্বত্বেও অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা ছিল প্রশংসনীয়। ছোট ছোট ছেলেমেয়েদের পরিবেশন করা নানা অনুষ্ঠান মুগ্ধ করে সকলকেই।