সিঁড়ি
ঋজু রেজওয়ান ##
দুঃখ এক সিঁড়ি।
শুধু চন্দ্রবিন্দু ছেটে দিই…
নিচে নামলে অতল;
উপরে উঠলে আশ___
তার নানা পদ।
বিসর্গ না দিলেও যে তাই!
উদরের চাপা কান্না;
বিষাদ-বিরহী আশা___
কে যে কার তল।
চন্দ্রবিন্দু একা বিসর্গের…
জঠর উপরে ওঠে
বিষাদ নিচের দিকে___
উপরে না নিচে। সিঁড়ির দু’দিকে দু’টি রথ।
যার পেটে ভাত নেই, তাকে কি বিষাদ ছুঁতে পারে?
না বিরহ? তবুও সবাই ক’রে…সিঁড়ি ভাঙার শপথ।
নিচে না হয়…
উপর দিকে!