সীমন্তিনী


সৌমেন ধাড়া, সুগন্ধ্যা, হুগলি ##



সীমন্তিনী তুমি কী পথ হারিয়েছ ?
ভেঙ্গে প’ড়ো না ,
উঠে দাঁড়াও !
নতুন পথের সন্ধান দেবো আমি ,
সীমন্তিনী তুমি অতীতকে কেন মনে রাখো ?
ও তো ঝরা পাতা –ও কে এ বসন্ত চায় না আর ,
ওকে উড়ে যেতে দাও অন্যখানে ,
তুমি নতুন অস্ত্রসজ্জায় সজ্জিত হও ,
এক হাতে রাখো সরস্বতীর বীণা অন্য হাতে ত্রিশূল ,
সব্যসাচীর মতো যুদ্ধ করে করে পথ তৈরী করো ,
পথের প্রতি বাঁকে আছে বন্ধু ,
তার হাত ধরে তুমি পথ খুঁজে পাবে নতুন জীবনের ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + five =