হে গিরিরাজ… 

অভিজিৎ দাসকর্মকার, বিষ্ণুপুর, বাঁকুড়া 

 

তারপরও

ছায়ারাও বাবার আচরণে

বৃক্ষের নীচে দাঁড়ায়-

 

বিস্তীর্ণ কাঁসাইয়ে কৃষ্ণগহ্বর

নদীর সাথে শুয়ে আছে

স্নানঘাট গুলি

কাব্যের স্পষ্ট একাকিত্ব,আর-

নাব্যতার বৈধব্য নিয়ে-

 

মহড়া সাজাও

হে গিরিরাজ,!

আজ কিছুটা আলতা পরে

হেমলক খাবো

তোমার সোসাইটির সক্রেটিস বলে…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + ten =