অকাল
জয়ীতা চট্টোপাধ্যায়, শ্যামনগর, উত্তর ২৪ পরগনা ##
এ পৃথিবীর বাতাস এখন নোনা,
আকাশে ভরে আছে ধুলো রক্ত মাখা মেঘ,
টপ্ টপ্ করে পরছে অতীত রক্ত
এ এক ভয়ানক অসুখ,
অন্ধকারে আরও গভীর অন্ধকার
একা একাই তুমি হেঁটে চলেছ কোথাও পৌছালে না।
সমস্ত শব্দরূপ কৃত্রিম,
আমার দানটুকু রেখে গেলাম বিগত দিনে,
তোমার কাছে শুনিয়ে গেছে গান,
লম্প ঝম্প করেও দাঁড়িয়ে আছে রক্তে জিনে।
চাঁদের এপিঠ ওপিঠ দুপিঠেই ভয়ঙ্কর অন্ধকার,
আলো যদি পেতে চাও ফিরে এসো আত্মজীবনীতে।।