অঙ্গাঙ্গী
সঞ্জীব সেন, পানিহাটী, উত্তর ২৪ পরগনা ##
শুধুই কি প্রেম লিখলে নাকি!
মাঝেমধ্যে একটু বিপ্লবও লিখ
ফেরার সিন আর নেই দাদা
শুধু প্রেমে চিঁড়ে ভিজবে না !
ভাবছ শুধু কী চিনিই লিখবে,
মাঝেমধ্যে একটু নুনও লিখ
চিনি আর নুন একদেহে অঙ্গাঙ্গী,
ফিরতি জোয়ার মাছ ফেরাবে বলে;
যদি অপেক্ষা করেই থাকে নদী
যেমন আমি দরজা এখন খোলাই রাখি
দেখতে ফিরতি পথে কেমন হয় আসা!
আর ফেরার সিন নেই দাদা
হলফ করে বলতে পারি কি?
মাছ ফিরিয়ে দেয় জোয়ার এলে নদী
সুখ কাচালে শুধুই দুঃখ মেলে যখন
দুঃখ কাচালে সুখতো মিলতে পারে!
তাই বলে শুধুই প্রেম! লিখলে =
চিঁড়ে ভিজবে না আর যখন;
তাই বিপ্লবও তো লিখতে হয়
ফেরার সিন তো নেই আর
তাই বলে ভুললে চলবে কি ,
প্রেম বিপ্লব মিলেই থাকে অঙ্গাঙ্গী ।