অধঃক্ষেপ
শ্যামাশ্রী চৌধুরী মজুমদার, সোদপুর, উত্তর ২৪ পরগনা ##
যখন লালে লাল হয়ে উঠবে তার আসমানি রঙা আঁচল, তুমি লিখবে আবার।
প্রতিবাদী আখরেরা নুয়ে এসে বলবে, “চল হাঁটি পাশাপাশি।”
যখন খোলা আকাশে উস্কো খুস্কো মেঘ পথ হারিয়ে ফেলবে অকস্মাৎ ,
কোনো সঙ্গীহীন কুবো পাখি তার লালচোখে উড়ে এসে ছুঁয়ে যাবে তোমারই অযত্নলালিত আগাছা
তুমি আঁকড়ে থাকতে চাইবেই মাটি।
ভালোবাসাও কি জন্মাবে সেইদিন ?
বাসা তুমি বাঁধবেই তবে।
হয়ত এখানে নয়, কোনো আকুলি বিকুলি নদী যেখানে ভোরের অপেক্ষায় আগুন মুছে রাখে আলগোছে।
ঝুরঝুরিয়ে নামা বালির চূর্ণবিচূর্ণ মুহূর্তে দেখো কেমন ব্যর্থ হয়ে যাচ্ছে অহঙ্কার ।
লোমকূপের প্রবল প্রতাপ নামিয়ে নিচ্ছে ফনা।
কেঁপে উঠছেনা কোনো সুবাসিত দাবির ঠুনকো অভিমান একান্ত অবসরে।
বরং তুমি মিলিয়ে নিচ্ছ, মিশিয়ে দিচ্ছ ঢেউয়ে যাবতীয় ধুলো খেলা এক অজানা নদীর অনামী, অসরল রেখার নৈপুণ্যে ।
তুমি শান্ত হবে বহুদিন পর।