অনুভূতি
অভিজিৎ মান্না, আরামবাগ, হুগলি
তোমারও বুকের বাঁদিকে শ্নাশান ঘর l
ডানদিকটায় কোলাহল মাঠ l
অনেকটা হাঁটার পর জন্ম নেয় উপলব্ধি l
গুমোট গরম বলে দোর খোলো l
সব হিসাব নিকাশ শেষে
যোগফল শূন্য l
চাঁদ নামে না দুয়ারে
যারা হাসিমুখ দেখালো
তারাও দিল শর্ত চারায় জল l
সবাই বলে ভাসতে চাই
শুধু পড়ে আছে থিক থিকে বালি l
ক্লান্ত মন l প্রতীক্ষার রামধনু ভেঙে বলে ওঠে
প্রবাহ ভিজিয়ে দাও জ্বালাধরা বুক l
স্বপ্নবিলাসের উত্থান পতনে
শুধু ভাঙা গড়া দেখি l