অপার্থিব সুর
সঞ্জীব সেন, পানিহাটী , উত্তর ২৪ পরগনা
যখন সে নিজেকে নিজের ভিতর হারায়
তখনোই বেজে ওঠে একটানা সেতারের সুর
যখন শরীরে অনিবার্য পোশাক থাকে না
সেই নিরালা রাত্রে শুনতে পায় সেই পরিচিত ধুন
যেন সন্ধ্যার মেঘমল্লরী বাজাচ্ছে সয়ং সরস্বতী ,
কি হবে আমাদের গানের মাস্টারের
অনেক দিন আগেই শ্রবনশক্তি হারিয়েছেন
তবুও কি ভাবে শুনতে পায় সব
আজ স্মৃতিলেখা নেই মৃদুলাও নেই
একটানা দশ বছর গান শিখেছে সেতারে সঙ্গত দিয়েছেন নিজে
স্যারের চোখে আজও স্পষ্ট সব
স্মৃতিলেখা ছিল যেন উন্মুক্ত নীল খাতা, মৃদুলা ছিল ছরবিছুরী
আজ দুজনাই নিজের বৃত্তে সাবলীল,
জটপাকনো স্মৃতিগুলো যখন দমবন্ধ হয়ে আসে,
গানের মাস্টার নিজের হাতে গিঁট খোলে সংগোপনে,,,
তখন শুনতে পায় অপার্থিব সেই সুর ,, হিয়ারিং এড ছাড়াই ,,,