অপেক্ষার স্টেশনে
সাত্যকি, বারাসত উত্তর ২৪ পরগনা ##
যে স্নিগ্ধতাগুলো তোমাকে জড়িয়ে ধরেছিল
সেগুলোকে শীত ভেবে আমি পিছু হটিয়েছি
শীতগুলোকে আমি স্নিগ্ধতা ভেবেছি রোজ
সেই ভুলে ভিজে যাই তবুও এখনও বসে আছি
এই ভেবে স্নিগ্ধতা জড়িয়ে ধরবে আমাকে…
আর সেই ভুল করতে করতে আস্ত
এক ভুলের দিঘিতে ডুবে যাচ্ছি
হারাচ্ছি তোমাকে রোজ একটু একটু করে
জাতীয় সড়কে যেভাবে হারিয়ে যায় বাস
ধুলোদের ছাপ রেখে…
আজ স্নিগ্ধতার ভাষায় জড়িয়ে ধরেছে ধুলো
অপেক্ষার স্টেশনে দাঁড়িয়ে মুছে যাচ্ছি
সময়ের ফেলে রাখা স্মৃতি আর
আড্ডার ফেলে রাখা আবর্জনা…