অভিসারী মন
প্রদীপ কুমার সামন্ত ##
সোনাঝরা রোদ্দুরে মেলে দিই
অভিসারী দুটি ডানা
অসীম অনন্তে পাড়ি দিতে
আজ আর নেই মানা ।
পারিজাতের মধুর স্বপ্নে
হৃদয় হারাক সঙ্গোপনে
আসুক না, ভাসুক না দুটি মন
সাক্ষী ভরা নীল স্বপনে ।
ঝিলমিল মায়াবী রাতে দেখি
সপ্তৠষির মধুর খেলা
আঁখির তারায় ফোটে তখন
হৃদয় কাননে ফুলের মেলা ।
দু’চোখের অতলান্তে ভেসে যাক্
প্রেম ভরা সোহাগী যৌবন
রঙে রসে ফুলে ফেঁপে হোক না
মধুঝরা সোনালী মৌবন ।
অশান্ত হৃদয় সাগর খুঁজে পাক
মুক্তো ঝিনুকের পেটে
আবেগী ঢেউয়ে নাচুক মন
রূপোলী প্রবাল ঘেঁটে ।