অভুক্ত-অন্নদাতা
অমিত কুমার বর ##
আমার ভারত পূন্যভূমি
কৃষিজীবীদের দেশ।
অন্নদাতার জোটে না অন্ন,
দুর্গতির নাহি শেষ।
ফসল ফলায় শ্রমের ঘামে,
দাম তারে দেয় কে?
মৃত্যুপুরীর যমদূত যত
আছে তার দিকে চেয়ে।
অধিক ফসলে বিক্রি বন্ধ
ফড়েদারের জিভে জল।
দেদার লুঠে, দেরাজ ভরে
কত’না করে ছল!!
কম ফসলেও দাম পায় না
বাজারে চাহিদা নাই!!??
সবই আছে বাবুমশাই
আসলে পকেট ভরানো চাই।
বছর বছর হাজার কৃষক
দিচ্ছে গলায় দড়ি।
সরকারবাবু বেজায় আছেন,
হাঁকিয়ে মস্ত বাড়ি।
চাষার ছেলে পায় না শিক্ষা,
নুন আন্তে পান্তা ফুরোয়।
জীর্ন মলিন বস্ত্রে কাটে,
সাধ্যে তার না কুলোয়।
বুদ্ধিজীবী জিগির তোলে,
”চাষীর প্রাপ্য দাও”।
অথচ, চাষীর সাথে দর কষাকষি
ফড়েদার তুমি নাও।
কৃষিবিদ্যা পুঁথির পাতায়,
বিদ্বানে চুলোচুলি।
মাটিতে তাহার পড়ে না পা
কৃষককে যায় ভুলি।
লম্বা ভাষনে দেশের নেতা,
আশা দেয় প্রতিবারে।
”আলোয় আলো ভরবে এবার,
কৃষকের ঘরে ঘরে”।
মিথ্যাভাষে,চাষী হাসে
আর কতদিন এসব!
চাষীর বংশ ধ্বংস হলে,
থামবে সবার রব।
হাহাকার হবে খাদ্যের তরে
মহামারি হবে দেশে।
ধনীর প্রাসাদে বসবে সেদিন
শকুনের দল এসে।