অস্বস্তির ডার্ক সার্কেল

চোখের চিনে কালো দাগ যা ডার্ক সার্কেল নামেই বেশি পরিচিত। মূলত কম ঘুম, অতিরিক্ত কম্পিউটার ও মোবাইল ব্যবহার, রাত জাগা, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, পুষ্টিকর খাবার না খাওয়া এইরকম নানান কারণে ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগের সমস্যা হয়ে থাকে। অনেক কিছু ব্যবহার করেও দেখা যায় এই সমস্যা থেকে মুক্তি মেলে না। কিন্তু কিছু ঘরোয়া উপায়েই মিলতে পারে এই সমস্যার সমাধান। 

জেনে নেওয়া যাক  ডার্ক সার্কেল দূর করার কিছু উপায়– 

  • গাজর পেস্ট করে ডিমের সাদা অংশ ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • গ্রিন টি, ব্ল্যাক টি এবং অন্যান্য ভেষজ চা ডার্ক সার্কেল দূর করতে সক্ষম। কিছু ব্যবহৃত টি ব্যাগ নিয়ে ৫ থেকে ১০ মিনিট ফ্রিজে রেখে দিন। এরপর চোখ বন্ধ করে ওই ঠাণ্ডা টি ব্যাগগুলো চোখের উপরে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • কয়েক ফোঁটা নারকেল তেল চোখের নিচে ম্যাসাজ করুন। প্রতিদিন ব্যবহার করলে ফল মিলবে দ্রুত।
  • রাতে ঘুমানোর আগে চোখের আশেপাশের ত্বকে দুধের সর লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
  • কফি পাউডার, সামান্য মধু এবং ১ চা চামচ আলুর রস ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর তুলার সাহায্যে মিশ্রণটি চোখের চারপাশে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

তবে এইগুলোর পাশাপাশি অবশ্যই ঠিক সময়ে ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলা প্রয়োজন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 9 =