আগমনী
শ্যামলী গুহরায় ##
মোমের আলোর বোবা প্রতিবাদ, চিতাশয্যায় যন্ত্রণা,রেপ
মাতৃমূর্তি গয়নায় সাজে,বিষণ্ণতায় ভরা আক্ষেপ
অস্ত্র-সজ্জা নকল-কাঠির,রক্তে মেশে খালের জল
বাহন-সহ দেবী মূর্তির আগমনী গান মিথ্যের ছল
বারোর কান্না কাঁপায় আকাশ,আবাহনে ঝড় তোলে
মাতৃপূজার নামেই ওরা বিষ ঢালছে জলে
বন্ধ হোক এই লীলা খেলা,বন্ধ করো মিথ্যাচার
নারীপূজার নামে এবার দাও ফেলে সব জাল উপহার
মিথ্যে শারদ স্বপ্ন দেখা,বলি চড়াও বারো-তের
খালের জলে বিসর্জনের বাজনার সুর বাজছে বড়ো
কাঁদছে উমা অপমানে, মাতছে অসুর জয়গানে
জলের সঙ্গে যায় ভেসে সব পচনশীল ঐ জনগণে।।