আজ বসন্তে
শান্তনু ভট্টাচার্য, দুর্গাপুর
স্বপ্নের রোদ আজ নেই
ঘুমের শরীরে হাত রাখে কোন নারী।
তোমার কথা ভাবব না ভেবে
জানলা খুলে বসেছিলাম,
দেখলাম ভোরের বৃষ্টিতে তুমি ভিজে ভিজে
আঁচলে পলাশ কুড়োচ্ছো।
আমি হতবাক হয়ে চেয়ে দেখি তোমার ঠোঁট,
ভোরের আধো আলোয় ভিজে শরীরে
প্রতিটি ভাঁজে আমার ইচ্ছেরা জেগে ওঠে।
আজ ঠোঁটে ঠোঁট রেখে চুষে নিতে চাই
তোমার সব গোপনীয়তা।