আত্মত্যাগে
তোফায়েল তফাজ্জল, ময়মনসিংহ, বাংলাদেশ
কুঁড়িদের আত্মত্যাগে ফুলেদের হাসি
প্রকৃতিপ্রেমীকে দেখায় আঙুলে দিয়ে
এক দৃষ্টান্তের বাস্তবতা ;
পিয়াসু দৃষ্টিকে ঢেলে দেয়
পিপাসা বারণ উপলব্ধি।
ফুলেদের ছাড়ে ফলেদের উঁকি মুখে
পত্র-পল্লবের অগোচরে বা প্রকাশ্যে
শাখা-প্রশাখায় দীর্ঘ অপেক্ষার ইতি টান ফোটে।
আর এদের মাঝেই
জেগে ঘুম পাড়ে বংশ বিস্তারের ইচ্ছে;
স্বাদগ্রহীতাকে দরদে ধরিয়ে দেয়
অটুট স্বাস্থ্যের সুগোপন প্রতিশ্রুতি।
অথচ কৃতজ্ঞ সংখ্যা জিজ্ঞাসু লোচনে দৃষ্টি মেলে-
কারণ উল্লেখ না করেই এরা শূন্যের কোঠায় দিকে
পা বাড়াতে অধিক আগ্রহী।