আত্মপ্রশ্ন
বন্দনা বিশ্বাস, গোবরডাঙা, উত্তর ২৪ পরগনা ##
(১)
একটি পাতাও
নড়ে না।
সব কেমন চুপ।।
এই রূদ্ধকর
অবস্থায়
আমার কেমন
দম্ ফেঁটে
আসে
ভগবান।
(২)
মনে হয়,
মূহুর্তকে
গুড়িয়ে ফেলি
এই
স্তব্ধতা;
প্রতিবেশ ভালোবাসে
বলে
আমারও
কি
থাকতে হবে
কূপমন্ডুক?
(৩)
এতই স্পর্ধা?
আমি তো স্বতন্ত্র এক
সনাতন স্পৃহা।
স্বগোত্র, স্বদেশীয়
উগ্রতায়
আমার প্রবৃত্তি
চিরকালীন
নিস্পৃহ।।
(৪)
তবে আমি কেন
প্রাক-ইতিহাসে
মুখ
লুকোবো?
শ্বাসরোধী
কাঁদব?
(৫)
যত শক্তিতে
বাঁধন
ছেঁড়া যায়,
ততটুকু তাহলে
কি
আজও
আমার
আয়ত্ত নয়??