আত্মভোলা চাঁদ
কিশলয় গুপ্ত ##
খোলা ছাদে এলোচুল বনসাই
কড়িকাঠে দুই চোখ আশনাই
দুই পা চেপে রাখে চৌকাঠ
বুকে হাত দিয়ে দেখি শ্বাস নাই।
চিলেকোঠা ভাঙে সিঁড়ি যুগ যুগ
মাথা ঘোরে সাথে ঘোরে আশমান
মানুষের ঘরে ঘরে পিলসুজ
আগুনের সাহায্যে গাস গান।
তেলে জলে হাসে ঝুল বারান্দা
চেয়ার হাতলে নাচে সুখী রোদ
গত জন্মের ছিল যত পাপ
আজ সকালে সব শোধ বোধ।
বনসাই মাটি মাখা দুই হাত
হাতড়ায় ইতিউতি খোলা ছাদ
কত ধানে কত চাল কী বোঝে
হাসছে সে আত্মভোলা চাঁদ।