আপন-পর
দেবপ্রতিম পট্টনায়ক, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম
##
অবেলার এক অবসরে বসে,ভাবছি মনে মনে,
কাটছে সময় ভালোই তো বেশ একলা সংগোপনে।
পরের দেওয়া দুঃখ আমার সইতে নেই গ্লানি,
ভয় পাছে কেউ আঘাত হানে,নিজের যাকে মানি।
ঘরের ভেতর আপন যারা স্বার্থে শত্রু সাজে,
তাদের দেওয়া আঘাত বুকে তীরের মতো বাজে।
আপন ভেবে যার জন্য প্রাণ ছড়ানো হয়,
সময় স্রোতে সেই দিয়ে যায় অন্য পরিচয়।
আপনের থেকে শংকা বেশি, হৃদয় ভাঙার ভয়,
পর কখনো হয় না আপন;পর তো পরই রয়।
সন্ধ্যে নামে শহর জুড়ে,গুমড়ে ওঠে ভয়,
চোখের সলিল বাঁধ ভেঙে দেয় কান্নার বাহানায়।
বুকের পাঁজর যায় গুঁড়িয়ে, সত্যের সন্মুখে,
প্রাপ্তিটা আজ আপন শুধু কল্পনাতে সুখে।
নীল আকাশের সূর্য যেমন,সকালে আঁধার ঢাকে,
আমার মনে তাগিদও তেমন আমায় বাঁচিয়ে রাখে।
তাগিদ নিয়েই বাঁচতে শিখি, আপন-পর সব ভুলে,
স্বার্থ এলে কেউ থাকে, যায় পাশ কাটিয়ে চলে।