আমাদের ছোট গাঁও
বিপ্লব গোস্বামী ##
আমাদের ছোট গাঁও, ছোট ছোট বাড়ি
জাহাজ বিমান চড়ে নাতো চড়ে ছোট গাড়ি।
ছোট গাঁও ছোট নদী, ছোট তার কুল
শালিক চড়াই বাবুই উড়ে ঘুঘু বুলবুল।
আম কাঁটাল জাম গাছ,মাঠে মাঠে ধান
মাঝি ছলে নৌকা বেয়ে গেয়ে শারি গান।
গান গেয়ে রাখাল ছেলে গরু নিয়ে যায়
পথে চলতে সুর ধরে বাউল গান গায়।
ছোট গাঁয়ের শিশু মোরা এক সাথে পড়ি
পিতা মাতা গুরু জন সদা মোরা ডরি।
হিংসা নিন্দা মিচা কথা কভু নাহি বলি
এক সাথে থাকি আর এক সাথে চলি।