আমার প্রেমিক
শ্রদ্ধা চক্রবর্ত্তী ##
সে জানেনা আমার পরনের শাড়ির কি
রং
অথচ
আমার কাঁধে কোন ছেলে মাথা রাখলে
ধান ক্ষেত নুইড়ে পড়ে তার বুকে
আমি তাকে,প্রেমিক বলেই ডাকিনা কেবল
অথচ এতো সহস্র টানাপোড়নেও সে সেই একই রকম
ক্ষরস্রোতা নদীর মতন
কাঁটা কপাল, লাল টিপ
হাতের চুড়ি
এসব তোমার হতেও পারত
হলেও আমি খবর নিইনি
তুমিও না থাকলে হয়ত কবিতা হত
কিন্তু বেমানান শব্দের বয়ানে বড্ড বেরঙিন হয়ে যেতাম
ঠিক তোমার কবিতার কড়কড়ে কালবৈশাখীর মতো
এই যে কি অদ্ভুত ভাবে পরিপূরক হয়ে উঠছে
আমাদের কবিতারাও
তবুও ঘুরে ফিরে সেই একই নাম খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে ঘরে ফিরতে হয়
রোজ বিকেলে
বাবাকে ছুটি দেওয়ার তারিখ গড়িয়ে আসছে
সেলাই কাটা পড়বে
আমি আনন্দে নাচবো
আর তুমি হাঁ করে দেখবে আমার চোখ আর চুল
কেমন ভাবে সূর্যে ঝরে পড়ছে
আমার চোখে মুখে…