আমি পরিযায়ী

তাপস কুমার মুখোপাধ্যায় ##

পেটের টানে ছুটছি মোরা

বলছে লোকে পরিযায়ী,

শ্রমের বদলে করি রোজগার

তাতেই চড়ে অন্ন হাঁড়ি ।

একসে দেশের মানুষ মোরা

এ নগরী কি ও নগরী,

লক-ডাউনের বন্ধ শ্রমে

হয়েছি মোরা বে-রোজগারী।

এই দেশেতেই জন্ম মোদের

গর্বে বলি ভারতবাসী,

আজ সবার মুখে মোদের কথা

আমরা যেন ভিনদেশী ।

পকেট ফাঁকা, হাঁড়ি ফাঁকা

ঘরে ফিরতে চাই,

দুর্গম পথ শত শত মাইল

পায়ে পায়ে ফিরে যাই ।

ক্লান্তি মোদের ক্ষমা করলেও

করেনি ক্ষমা ট্রেন,

তবু মোরা ফিরিবারে লাগি

পেরোই খাল বিল আর ড্রেন।

মারছে পুলিশ বেজায় লাঠি

মহিলা শিশু মানছে না,

আমরাও যে এ দেশবাসী

পুলিশ সে কথা শুনছে না ।

ফাটছে পা কাঁকর ধূলোয়

মাথা ফাটে সূর্য তাপে

আমরা আজ পরিযায়ী

কতটুকু আর কাগজ ছাপে।

কেমন দেশের মানুষ মোরা

দেশবাসী নই পরিযায়ী ।

যেন এসেছি পরদেশী মোরা

লুকিয়ে সেথা দিচ্ছি পারি ।

গরীব গুর্বো মানুষ মোরা

দেশবাসী কি পরিযায়ী,

যানবাহন ও করেনা বহন

লক-ডাউনই মস্ত দায়ী ।

কেমন করে সচল হবে

থমকে যাওয়া মোদের দেশ,

আবার কবে ঝাঁপাবো কাজে

ছেড়ে মোদের পরিযায়ী বেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 5 =