আরশি নগর
অমলেন্দু বিশ্বাস
ও পাড়ায় সবাই কি ঘুমিয়ে পড়েছে!
কেউ কি জেগে নেই?
তবে ওই জ্যোৎস্না স্নাত পথ বেয়ে কে আসে যায়!
কার রাত জাগা চোখ প্রেম লিখে যায়
লালন গীতির পঙক্তি শোনায়।
যেখানে রাত প্রহরে কুয়াশা নামে ওই আরশি নগর চম্পা বনে।
কেউ নেই কোথাও নেই।
শুধু আমার আমি যাই ওই নগরে
ফিরে যাই ডাকনামে;
আরও অন্য বনে অন্য বনে।