আলাদিনের প্রদীপ
অভিজিৎ মান্না, আরামবাগ, হুগলি ##
আলাদিনের প্রদীপ আমি দেখিনিl
একটা সুখবাতির লিপিচিত্র আঁকতে চাই শুধুl
এখন যে কালো আমি তাকে উল্টো সংকেত পাঠাইl
তারপর ফুসফুস চেপে গন্ধশুঁকি ঐ আলোরl
উপলব্ধিরা ছটপটায়, কিন্তু দাঁড়িয়ে থাকি বেশ কিছুক্ষনl
অপেক্ষার ধারাপাত সব থেকে কঠিন অঙ্কl
কে আছো? তুমি আঁচল পাতোl
আমি ভরে দেবো কালো রাতের খানিকটাl
তারপর হংসরাজ হয়ে বলবো,
পেয়ে গেছি পেয়ে গেছি আশ্চর্য প্রদীপটিl
ধ্বনি দাও উলু দাও আমি চন্দন ফোঁটা মাখবো আজl