উপত্যকা
তুষার আচার্য্য ##
ঘিরে থাকা বলয়
কখনও ঝড়, কখনও ঠাণ্ডা ছায়া
উত্তাপ দিয়ে মিশিয়ে ফেলে সকল ঘাস
চকচকে হয়ে ওঠে স্নাত বিকেল
রাতের আলোয় সব কিছুই কাছে ধরা দেয়
খুব কাছে। অজানা আনন্দ ধায়।
পাহাড়ের নরম খাঁজ বেয়ে ঝরে পড়ে আবেগী ঝরনা।
কম্পন জাগে সকল অঞ্চলে।
পিচ্ছিল পথে ডুবে যাই আমি।
ঠাই পাই তোমার অন্দরে।
মাস্তুল ফেলে, জাহাজ দাঁড়ায় দৃঢ় হয়ে।
চাষ হয়, অনাবৃত হয় সকল কঠিন প্রাচীর।
চুর্ণ হয় রোমকূপ, ভেসে ওঠে উর্বরতা।
উপত্যকা হয়ে যায় আরো সবুজ।
আরো প্রেমময়। তুমি থাকো যেথা।