উমার সংসার
সুনন্দ মন্ডল ##
শ্যাওলা ধরা কপাটে ও কার্নিশে
একমুঠো রোদ্রের তাপ।
আলো ছড়ানো বাগানে হাসে
কচি শিউলির প্রাণ।
তখনও বৃষ্টি নামে নি
শরতের সামিয়ানায় জড়িয়েছে
কাশেরা নতুন অভিপ্রায়ে!
জীবনের অন্যরকম আস্বাদন।
পেঁজা হয়ে থাকা মেঘেদের আড়ালে
গড়ে ওঠে উমার সংসার।
ব্যস্ততার প্রাচীর ভেঙে
জেগে ওঠে বাঙালির চৌকাঠ।