উল্টোপাল্টা


        প্রবীর রায়, হিলি, দক্ষিণ দিনাজপুর ##


আজ সুস্থ ও সাবলম্বি প্রতিটি মানুষই- অসুস্থ, প্রতিবন্ধী,দুর্বল ও অসহায়
প্রতিবন্ধকতা আজ সব ছাড়িয়েছে
ঘর আর বাহির বলে কিচ্ছু নেই
আজ এই বিশাল শক্তিশালী ও বুদ্ধিমান জীব
যারা নাকি সমস্ত কিছুকে হার মানিয়ে আকাশের বুক চিরে এই বিশ্বকে জয় করেছে,পৃথিবীর বাইরে অন্য গ্রহে পা রেখেছে, তারাও আজ তুচ্ছ
তারা জানত না এক ক্ষুদ্র বীজানু তাদের হার মানাতে পারে ও পরাস্ত করতে পারে গোটা বিশ্ব
সুন্দরভাবে চলমান সৃষ্টিকে একদম থমকে দাঁড়াতে হবে হঠাৎ করে তার সামান্য ইঙ্গিতও কেউ পাইনি
তাই আজ সকলেই চিন্তিত-ব্যথিত ও ঈশ্বরের কাছে প্রার্থনারত
তারই মাঝে কিছু সুযোগ সন্ধানী মানুষ গরীব-দুখী-অসহায়-অনাহার-নিপীড়িত মানুষদের যে স্বাধীনতা, যে পাওনা তা নিয়ে করছে রাজনীতির ঘৃণ্য ছিনিমিনি খেলা
আজীবন লুটে এসেছে কিন্তু এই চরম দুর্দশা পরিস্থিতিতেও তাদের ছাড় দিচ্ছেনা
তাই যত হত-দরিদ্র পরিযায়ী শ্রমিকেরা আছে তারা একেক করে তিলেতিলে মরছে প্রতিনিয়ত
আর তা দেখে ওরা মজা পাচ্ছে,আনন্দ লুটছে ওই ধূর্ত দানবদের এবং তার ছানাদের চেহারা, খাওয়াদাওয়া, পোশাক-অলঙ্কারের আমূল পরিবর্তন ঘটেছে,পাল্টেছে জীবন যাত্রাপথ
কিন্তু কি আশ্চর্য এই জগৎ – সংসারের কেউ কিছু বলেনা,কেউ কিছু করেনা,একে অন্যের অপেক্ষায় বসে রয় আর তাতেই সময় শেষ হয়
এই পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে সেই কারণে
এই ঘনঘোর বিপদ-মহামারি
কিন্তু বিধাতাও কতটা নিষ্ঠুর যারা পাপী-জল্লাদ তারাই সাজা না পেয়ে উল্লাসে জীবন কাটাচ্ছে
কিন্তু যারা সত্যের পথে চলে কিন্তু নির্ভীক সাজা তারাই পাচ্ছে আর পাচ্ছে কোলের সব নবগত শিশুরা ও অন্তঃসত্ত্বা জননীরা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =