একলা তার বাসা
সুপ্রভাত বিশ্বাস, ঠাকুর নগর, উত্তর ২৪ পরগনা ##
একলা জীবন, একলা এ মন
একলা আকাশ একলা বাতাস
বয়ে চলে মাইলের পর মাইল
আর্দ্রতা ছিন্ন করে ভাবনাগুলোকে
তীব্রতা জ্বালিয়ে দেয় অনুভূতিকে
আগুনের শিখা উড়ে আসে
ঢেকে দেয় নিজের বর্ণহীন মুখকে।
আজ আঁধার নেমেছিল অরণ্যে
আজও সে ডেকেছিল আশা নিয়ে
হটাত এক অজানা বৃষ্টি
ভাসিয়ে দিয়ে গেল সমস্ত চাওয়াগুলি।
আজ গভীর অরণ্যে মন ভার
গাছের পাতার ফাঁকে চাঁদের আলো
উকি দেয়, টেনে নেয়, ঢেকে ফেলে
তার জীর্ণ শরীরটাকে।
একদিন সে দেখেছিলো মনের সখা
বাসা তৈরি করেছিলো নিজের মনে
শুধুই অভাব ছিল বাসার পাখিটার
পাখির আশায় বসে আজও অরণ্যে একলা সে
চাঁদের আলো আজও উঁকি মারে
ঝুঁকি নিয়ে বেঁকে চলে নদী
চোখের চাউনিতে সৃষ্টি হয় মোহনা
কম্পন অনুভূত হয় হৃদয় গহনে।