ওদেরও যে খিদে পায়
সোমা সাহা ##
ওদেরো যে পেট আছে
ওদেরো তো খিদে পায়,
দুমুঠো শস্যের জন্য
মাটি মাখে ওরা গায়ে।
কাঁদা মাটি মাতৃজ্ঞানে
তিলক করেছে ওরা,
শ্রমে নত শিরে,দৈন্যতায়,
তবুও কি এই শ্রমের দাম
সত্যিই কি ওরা পায়??
ঝন ঝন করে টাকা
তোমার দুপকেটে তাই
ফেলে ছড়ে ভাত খাও,
ওদের কষ্টের দাম
ভুলে গেছো দিতে তাও।
কষ্টের বোঝাখানি
চড়িয়েছো ওদের ভালে,
তবুও দুবেলা, দুমুঠো অন্ন
নেই যে ওদের থালে।
মাটির মানুষ ওরা
প্রকৃতির সন্তান,
ওদের দীর্ঘশ্বাস লাগার আগে
মিটিয়ে দাও,বুঝিয়ে দাও
ওদের অধিকার, ওদের সম্মান।