কবিতা-নিস্তব্ধ নয়
শচীন কর্মকার ##
নিঃশব্দে শব্দের ঝাঁক,
অনেক দূরে; পানকৌড়ির!
নিঃসঙ্গ রাত্রিতে রয়ে গেল,
পড়ন্ত হাতছানি।
কালো কালোর উপর জোনাকির আলো।
আর এদিক থেকে ওদিকে,
তাকিয়ে থাকে এই বিশাল বিশ্ব মাঝারে।
আমার হিয়ার মধ্যিখানে।
আমার পরশ যেখানে,
অসমাপ্ত ঝি ঝি পোকার ডাক।
দমকা হাওয়ার গুটি গুটি শব্দ,
তখন রাত্রি।
তখন আমি কালো আকাশের নীচে।
ঝোপঝাড় থেকে শুকনো পাতার শব্দে,
সেই পুরানো বিভীষিকা।
রয়েছে জেগে এই বিভীষিকাময়,
বিনিদ্র আকাশ।
তাকে হৃদয়ে গাঁথার জন্যে।
আবার;
পানকৌড়ি,
অনেক অনেক দূরে,
উড়ছে সখীর খোঁজে,
ডেকে এই কালোর মাঝে।
রাত্রের দাঁড়ান ওই দূর আকাশে,
মৃদু মন্দ বাতাসে,
কেঁপে উঠে বাঁশ বনের মাথা।
আরও,
কর্কশ স্বরে উড়তে থাকে;
সেই চেনা পানকৌড়ি।
না আকাশ টা নিস্তব্ধ নয়।