কাঁদছিল স্বাধীনতা
প্রবীর রায় ##
সারা রাত্রি ব্যাপি জেগে ছিলাম
কিছুতেই ঘুম আসছিল না চোখে
শুধু চিৎকার, শুধুই হাহাকার বাজছিল কানে
এদিকে ঘুমাক্রান্ত চোখে ব্যস্ততার পাহাড়
মাথার ব্যামো চিনচিন করে বাড়তির পথে
ঘেমে ঝোল, রক্তও ছুটছিল আগুন বেগে
তবু অস্ত্রহীন লড়াকু হাতগুলো মুষ্টিবদ্ধ ছিল ব্যঙ্গগুলো জল্পনা আঁকছিল ঘরের এককোণে
ব্যক্ত করার মত কিছু নেই, যা আছে ঢিপিঢিপি
অর্ধনগ্ন দেহরা এগিয়ে আসছে স্বাধীনতার জন্য
ক্রোধাগ্নি ত্রিশূলও তখন অসহায়-শান্ত-নিরুপায়
কাঁদছে ওরা, কাঁদছি আমি, তাই কাঁদছিল স্বাধীনতা।