কালবেলা
চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায় ##
কালবেলা পার করে যখন ভালোবাসা আসে,
তাতে আর ঘরবাধা চলে না।
চিরসবুজের স্কোয়ার ফিট
তখন প্যাগোফেজিয়ায় আক্রান্ত হয়,
পরে থাকে দুটি সমাধি।
কালবেলা পার করে
সে চুম্বন উষ্ণতা হারায়,
সরীসৃপের আলিঙ্গনে।
তেমাথার সীমানা তখন রাশি রাশি মৃতদেহ নিয়ে শুয়ে থাকে।
পাণ্ডুলিপির অর্ধনগ্ন সমাহারে ভেসে যায় আসমান জামিন।
“খুঁজি তারে আসমান জমি
আমারে চিনিনা আমি….”