কে শেখালো ভদ্রতা
প্রবীর রায় ##
বাড়ি ফাঁকা, সন্তানহীন, স্বামী শয্যাশায়ী
সে বৃদ্ধ, আমি বৃদ্ধা, কি করতে পারি
প্রাণ বাঁচাতে চাই পণ্য, জলে কি আর বাঁচি
ভাঙা বাড়ি, ঠাণ্ডাই কাঁপি, বৃষ্টিতে ভিজি
প্রতিবেশী নির্দয়, চোখে অন্ধ, দেখলেই ক্ষিপ্ত
সময় বাঁধাধরা, উঠতে হবে ভোরে, কর্ম সেরে
ভিক্ষাপাত্র গুঁজে, সাথীদের তরে, অপেক্ষা পথে
ওরা আসলেই ছুটবো, ওই দোকান খুলেছে
সড়ক ভিড়ভাড়, যান ছুটছে, ভদ্র সমাজ ব্যস্ত
চেকপোস্টে লড়ির পাহাড়, ভিনরাজ্যের শ্রমিক
ওরা হতে পারে গরীব, তবু রোজ দেয় ভিক্ষে
ওরা পড়ালেখা শিক্ষিত নয়, কে শেখালো ভদ্রতা
ওদের জন্য স্বপ্ন দেখি, বাঁচার আশায় হাত পাতি।