ক্যানভাস

 
নিখিলেশ চক্রবর্তী ##



শ্রমিকের পেটে  লেগেছে রেলের খিল,
স্কুলের দেয়ালে  মাকড়সাদের  বাস;
মরা মানুষের ময়দান  ঘাসে নীল,
কৃষাণের হাতে মিছিলের ক্যানভাস  !

আরক্ত চোখে হিংস্র বাঘের  থাবা,
প্রতি অক্ষরে মিডিয়ার  উল্লাস;
ভাতের পাহাড়ে  ধর্ম বেচার  কাবা,
দেশনেতাদের  চুলে শরতের কাশ  !

বেকারের চোখে স্বপ্নের  পারিজাত,
রাতের আকাশে আলোর নির্বাচন;
কাঁটাতার দিয়ে ঘেরা শ্মশানের খাট,
মধুচক্রের  প্রাসাদে  উতলা  মন  !

দুঃসময়ের দুয়ার খুলেছে  খিল,
সন্দেহদের  আনাগোনা আশেপাশে;
রেশন তোলার সারিতে মনের মিল,
ঝুমকো দুল ওই বিধবার ক্যানভাসে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + eleven =