ক্রাসুলেসি

অভিজিৎ দাসকর্মকার, বিষ্ণুপুর,বাঁকুড়া ##

দেওয়ালে ঝোলান পকেট হ্যাঙ্গারে সাদা নিরক্ষর প্রতিশ্রুতি
৫ টি পাতার আত্তীকরণে ক্লোরফিল অক্লান্ত উঁকি দেয় তরঙ্গ-স্তবকে
                                   তাতে আদর্শলিপির হলুদ মলাট সন্ধ্যে-ইমন নামে মেয়েটি স্বর্ণলতা পায়ে এয়োতির আলতা পরে
                                     আর
         শরীরের অন্ধকার দশা
         পদ্মপাতায় মিশতে থাকে
         হেমন্তকাল হয়ে
আকাশে অসংখ্য গাঙচিল কথা বলে এখনো-
পশ্চিম ঢলা সুর্যে হ্যালান দিয়ে
            কদম গাছের নিচে বসে
    রাখাল-কবি চিনাবাদাম খায়
আর
সামনে ক্রাসুলেসি ঘেরা বিপত্নীক রাস্তা অভিব্যক্তির পথে মোড়াম পায়ে হেঁটে যায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =