খেলা শুধু খেলা
কিশলয় গুপ্ত ##
হাওয়া খেলে যায় ঢেউ খেলানো চুলে
যাপন খেলে ঈর্ষা মনের ভুলে
দুই পা খেলে পথে ওড়ে ধূলো
মাংস নিয়ে খেলে কষ্টগুলো
অতীত খেলছে সুখে দু’জন বাহু
কতটা দোষ আর দেয়া যায় রাহুর
নজর জুড়ে খেলছে কানামাছি
তুমি কোথায়, আমি কোথায় আছি
সুরও খেলে বুকের শুকনো হাড়ে
স্বপ্ন কিছু রাত্রি ধরে বাড়ে
বাক্য খেলে খাতা এবং পেনে
ধূসর হাওয়া সেই নিয়েছি জেনে
জীবন ভরে কী বন খেলে যা তা
সময় মতো খেলছে না তো মাথা
আর কতদিন চলবে সামাল দিয়ে
খেলছো তুমি শুধুই আমায় নিয়ে