খোলস
সোমা প্রামাণিক, শান্তিপুর, নদীয়া ##
অঝোর শব্দ স্নান, ভিজে যায় ছাদ, চেনা ঘর।
বালিশে মুখ ঢাকে রাতের আকাশ।
বাহকের দায় নেই, নেই সংকীর্তনের পিচ্ছিল পথ।
একা হাঁটে শব।একা একা দাহ হয় ছেড়ে যাওয়া শ্বাস।
এবার শুদ্ধ হও, হোম বহ্নি জ্বালো দহন বাতাস।।