গবা এবং সান্টা বুড়ো
প্রণব কুমার চক্রবর্তী, বারাসত
শখটা ছিলো গবার মনে
বহুদিন থেকে,
সান্টা বুড়ো এলেই এবার
ধরবে চেপে তাকে৷
বছর বছর গভীর রাত্রে
এসে চুপিসারে,
গিফ্টি রেখে মাথার পাশে
যায় চলে সে ফিরে!
কেন সে এমন করে?
কী বা কারন আছে?
অন্য কী মুখ লুকানো আছে,
ওর মুখোশের পিছে?
সান্টা ছাড়া অন্য কোনোও
নাম আছে কী তার?
কেক ছাড়া কী অন্য কিছুই
নেইকো তার খাবার?
বয়েস কতো? কী করে সে?
কোথায় তার বাড়ি?
ওই লাল আলখেল্লাটা ছাড়া
অন্য ড্রেস নেইকো তারই!
স্লেজ গাড়িতে চেপেই কেন
প্রতি বছরেই আসে?
ওটা ছাড়া অন্য গাড়ি আর
নেইকো তার দেশে?
প্রশ্নগুলো কাগজে টুকে
মাথার পাশে নিয়ে,
চোক্ষু বুঁজে ঘাপটি মেরে
রয় বিছানায় শুয়ে৷
ঘুমটি ভেঙে দেখে গবা
ডাকছে ভোরের পাখি,
সান্টা এসে এ”বছরেও
দিয়ে গেছে ফাঁকি!!