গর্হিত
অমিত পাল ##
দুচোখের নীল সরোবরে কখনও আসোনি তুমি,
ডুব দিয়ে দেখতে চাওনি আজও জলে কি কি আছে।
নিদেন পক্ষে একটি স্নান, তাতেও এমনই অনীহা,
অথচ, দিনভর মাছরাঙা ব’সে দুধারের গাছে।
তুমি জলে নামাকে পাপ মনে করো, তাই দূরে থাকো।
এদিকে তপ্ত বৈশাখী দিন, স্নান যে ভীষন জরুরী।
একটি স্নান ধুয়ে দিতে পারে শরীরের গভীরতম তাপ,
উৎসারিত হবে জলতলে থাকা আঙ্খাক্ষিত নুড়ি।
অনেক তুফান সাজিয়ে রেখেছে একা সরোবরও,
ওগো অপরাধহীন ছেলে, তুমি একটি পাপ করো।