গাছ
কিশলয় গুপ্ত ##
না দেখা এক গাছের গল্প শুনে
জল চাইলাম ব্যস্ত মেঘের কাছে
আবেগ তখন ঘুমায় চাঁদের বাড়ী
সত্যিই আমার অনেক নালিশ আছে
বালিশরা সব কষ্ট কথা শোনায়
ডাল পালাতে অবিশ্বাসী পাতা
বাক্যে ওড়ে অকাল শিমূল তুলো
হিমেল হাওয়ায় আড়ষ্ট লেখার খাতা
অদেখা সেই গাছের শিকড় অতল
দুষ্টু হাওয়া সহসা হরতালে
সব নালিশ গুলো হাতের উপর তুলে
এক এক করে সাজাবো নতুন সালে
অদেখা সেই গাছের গল্প শুনে
আমি হাতের ক’রে রাখছি বয়স গুনে