গার্হস্থ্য
জয়ীতা চট্টোপাধ্যায়, শ্যামনগর, উত্তর ২৪ পরগনা ##
ঈশান ঝড়ের পর ই শুরু হল বিষম প্রতীক্ষা,
ছুটে চলল এক মন দূর থেকে দূরে,
দিকহীন দিশাহীন ঘুর্ণন পথের ধাঁধায়
আকাট এক রোদ্দুর দাঁড়িয়ে থাকে আকাশ জুড়ে,
কোন হাত আর দেখা যায় না কোথাও,
মন আর বোঝবার নেই মন নিঃসঙ্গ দুপুরে
আজতো আর ভর নেই না আছে নির্ভরতা,
দাহর পর দাহ হয়ে যাওয়া সময়ের অনুর্বরতা।
ঘরের কোণে দাঁড়িয়ে থাকে ভুল, দাঁড়িয়ে থাকে অবাধ কোনো টান,
চোখের সামনে দিয়ে সরে যাচ্ছে দৃশ্য সরে যাচ্ছে প্রশ্ন অম্লান।।